Site icon অবিশ্বাস

সুনামগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

সুনামগঞ্জ শহরের চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এক স্কুলশিশুকে।

মল্লিকপুর এলাকার ওই শিশুটিকে ৮ জুন শনিবার রাতে ধর্ষণ করা হয়; অসুস্থ হয়ে পড়ার পর রোববার তাকে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে।

শিশুটির বাবা নেই, তার বিধবা মা দিনমজুরি করে সংসার চালান। প্রতিবেশী তেরাব আলীর ছেলে রুহুল আমিন (১৮) মায়ের অনুপস্থিতে ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ওই শিশুটির মা বলেন, “আমার মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে বখাটে রুহুল আমিন ধর্ষণ করেছে। এখন আমার মেয়েকে চিকিৎসা না করাতে বখাটের পরিবার হুমকি দিচ্ছে।”

স্থানীয়রা জানায়, ধর্ষণের ঘটনা প্রকাশ পেলে রুহুলের পরিবার শিশুটিকে হাসপাতালে নিতে বাধা দিয়েছিল। খবর পেয়ে মহিলা পরিষদ নেতা ও স্থানীয় কাউন্সিলর গিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

স্থানীয় কাউন্সিলর আহমেদ নূর  বলেন, “আমি এলাকার বাইরে ছিলাম। ওই অসহায় নারী আমাকে বিষয়টি ফোনে বলার পর আমি তার মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।”

বিডি নিউজ

Exit mobile version