Site icon অবিশ্বাস

সোনারগাঁয়ে প্রতিবন্ধী বিধবা নারী ধর্ষণ, অভিযুক্ত ভাসুর গ্রেফতার

সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধী বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই ভাসুর ইকবালের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার ছেলে ট্রিপল নাইনে ফোন করলে সোনারগাঁ থানা পুলিশ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লম্পট ইকবালকে ওই এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই বিধবা নারীর ছেলে বাদী হয়ে অভিযুক্ত ইকবাল হোসেনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ইকবালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।ধর্ষণের শিকার ওই নারীকে নারায়ণগঞ্জ ভিক্টিরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়িতে ইকবাল ও তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন।২৭ ডিসেম্বর শুক্রবার সকালে ইকবালের স্ত্রী দুই ছেলেকে নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় কেনাকাটা করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে ইকবাল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপরই সে তার ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও জানান, দুপুরের দিকে ইকবালের স্ত্রী বাড়ি ফিরেই বিধবা জাঁয়ের চিৎকার শুনে তার ঘরের দিকে এগিয়ে যায়। এসময় ওই বিধবাকে উদ্ধার করে। এসময় লম্পট ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ধর্ষক ইকবালের স্ত্রী ধর্ষণের শিকার নারীর ছেলেকে ফোনে বিষয়টি জানায়।

পরে ধর্ষণের শিকার নারীর ছেলে ট্রিপল নাইনে ফোন করলে সোনারগাঁ থানা পুলিশ ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের পেছনে আমতলা এলাকা থেকে লম্পট ইকবালকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ধর্ষণকারী ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনকণ্ঠ । যুগের চিন্তা

Exit mobile version