নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।
নিহত মো. হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কারসহ একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে র্যাব।
পুলিশ সূত্র জানায়, গিট্টু হৃদয়ের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই ও মাদকের ১৭টি মামলা রয়েছে।
এএসপি জসিম উদ্দিন চৌধুরীর (র্যাব-১১) ভাষ্য, ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় র্যাব-১১ চেকপোস্টে একটি প্রাইভেট কার থামাতে বলা হয়। কিন্তু গাড়ি না থামিয়ে এর ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয়।
র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ গিট্টু হৃদয় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলে জানান তিনি।