Site icon অবিশ্বাস

স্বাস্থ্যমন্ত্রীর অপসারণের দাবিতে অবস্থানের পর ফেরার পথে হামলার শিকার আরমান

করোনার এই সময়ে বিনা চিকিৎসায় নাগরিকদের হত্যার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একক অবস্থান শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন আরমান হোসেন। ২৮ জুন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তায় তিনি হামলার শিকার হন। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচারের দাবিতে গতকাল শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে অবস্থান শুরু করেন আরমান হোসেন। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে তুলে দেয়। ফলে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণের দাবিতে রাতে প্রেসক্লাবের সামনে অবস্থান করতে চাইলেও, তা পারেননি তিনি। তারপর আজ বেলা ১১টার দিকে এসে ফের সেখানে অবস্থান নেন আরমান। অবস্থান শেষে প্রেস ক্লাব থেকে গাজীপুরে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি হামলার শিকার হন।

ঘটনার বর্ণনা দিয়ে আরমান হোসেন  বলেন, ‘আজকে সকালে অবস্থানের সময় আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য ক্ষতির হুমকি দেন। গতকাল থেকেই হুমকি দিচ্ছিল তারা। আজকে অবস্থান শেষে বাসার দিকে রওনা দিই। আমার মনে হচ্ছিল, প্রেস ক্লাব থেকে দুজন আমাকে ফলো করছে। গাজীপুর চৌরাস্তায় বাস থেকে নামে একটু সামনে আগানোর পর পেছন থেকে আমার পিঠে লাথি মারে। আমি মাটিতে পড়ে যাই। তারপরে ঘুসি দিল কয়েকটা, তাদের হাতে কী যেন একটা ছিল, মনে হয় খুড়। ধস্তাধস্তির সময় আমি দেখলাম রক্ত বের হচ্ছে। এটুকু টের পাইছি। এরপরে আমি দৌড়ে চলে গেছি। আমি আর পিছে তাকাই নাই।’

বাংলা রিপোর্ট

Exit mobile version