Site icon অবিশ্বাস

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিয়তোষ দাস ওরফে পরিতোষ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৭ জুন রোববার তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।

 

এর আগে ওইদিনই কিশোরীর পিতা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

আটক যুবক উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা নিত্যলাল দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রিয়তোষ দাস ওরফে পরিতোষ অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে প্রিয়তোষ বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। গত বৃহস্পতিবার কিশোরীকে বিয়ে করার কথা বলে হবিগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় পরিতোষ। পথিমধ্যে কৈয়ারঢালা (স্লুইচগেইট) নামক এলাকায় কিশোরীকে আবারও ধর্ষণ করে।

এ সময় কিশোরী অসুস্থ হয়ে পড়লে প্রিয়তোষ তাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, কিশোরীর পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে পরিতোষ নামের এক যুবককে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

যুগান্তর

Exit mobile version