Site icon অবিশ্বাস

হবিগঞ্জের উমেদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

হবিগঞ্জের উমেদনগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

 

এ ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী। ওসি জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মকা ইউনিয়নের ইউপি সদস্য সাহাব উদ্দিন গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা।

এদিকে সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত সাহাব উদ্দিনকে আটক করে। ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় অভিযুক্ত সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version