Site icon অবিশ্বাস

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদে কিয়াম করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদে কিয়াম করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার মক্রমপুর গ্রামে নামাজের আগে কিয়াম (মিলাদ) নামাজের আগে ও পরে পড়া নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ দেখা দেয়। ইতিমধ্যে পুলিশ ও গ্রাম্য মুরুব্বীদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে। বলা হয় সব স্থানেই মিলাদ নামাজের পরে হয়। সে হিসেবে এখানেও নামাজের পরেই হবে। কিন্তু শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজে গিয়ে উভয়পক্ষ আবার বিরোধে জড়িয়ে পড়ে। এ নিয়ে মসজিদের ভেতরেই তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা একে অপরের উপর চড়াও হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমরান হোসেন জানান, উভয়পক্ষই সুন্নি সমর্থক। কিন্তু একপক্ষ বলছে নামাজের আগে কিয়াম করতে। বিষয়টি মিমাংসাও করে দেয়া হয়েছিল। তারপরও তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ইত্তেফাক

Exit mobile version