Site icon অবিশ্বাস

হবিগঞ্জের মাধবপুরে অপহরণ করে ধর্ষণ, ধর্ষককে কারাগারে প্রেরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে শাহিন মিয়া (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিক্সা নিয়ে কারখানায় যাওয়ার পথে ১৬ ডিসেম্বর সোমবার ভোরে ধর্ষণের শিকার হন নারী। শাহিন মিয়া অটোরিক্সার চালক।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, সোমবার ভোরে বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক হাড়িয়া গ্রাম থেকে কারখানায় যাচ্ছিলেন। একাকী সিএনজি অটোরিক্সায় যাওয়ার পথে চালক কৌশলে তাকে আন্দিউড়ার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর চালক শাহিন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ধর্ষণের দায়ে অভিযুক্ত শাহিন মিয়া উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। পুলিশ তাকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শাহিন মিয়াকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালের কণ্ঠ

 

Exit mobile version