Site icon অবিশ্বাস

হবিগঞ্জের মাধবপুরে উত্যক্তের বিচার চাওয়ায় কিশোরীকে ধর্ষণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে রিপন মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ওই কিশোরীকে  হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সন্ধ্যা সায়ে ৭ টায় ওই কিশোরীকে ধর্ষণ করে লম্পট রিপন ।

ধর্ষিতার পিতা ছাবেদ আলী জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে যান । এ সুযোগে প্রতিবেশি রিপন মিয়া পুর্ব থেকে উৎপেতে থেকে তার কিশোরী কন্যা জোরপূর্বক উঠিয়ে নিয়ে ধর্ষণ করে।

পরে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে আত্মীয় স্বজনরা তাকে বিষয়টি অবগত করলে তিনি বাড়িতে ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

আজকের পত্রিকা

Exit mobile version