Site icon অবিশ্বাস

হবিগঞ্জে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

হবিগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অসুস্থ অবস্থায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ওই শিশুকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাত দেড়টার দিকে ধর্ষক শাহিন মিয়াকে (৪৮) আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের জনৈক ব্যক্তির আট বছরের শিশুকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী শাহিন মিয়া নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়। রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা বলেন, ধর্ষণের শিকার শিশুকে রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা বলেন, আমার শিশু কন্যাকে শাহিন ধর্ষণ করেছে। আমি তার বিচার ও শান্তি চাই। যাতে আর কোনো শিশু ধর্ষণের শিকার না হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ঘটনায় জড়িত শাহিন মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাগো নিউজ

Exit mobile version