Site icon অবিশ্বাস

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রুবেল (২৮)। তিনি হাটহাজারী পৌরসভা এলাকার পূর্ব দেওয়াননগর ৩ নম্বর ওয়ার্ডের নূর আলম সওদাগর বাড়ির মো. আব্দুল খালেকের ছেলে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মো. জাহাঙ্গীর কবির জানান, মোটরসাইকেল আরোহী রুবেল নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম শহরমুখী একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জাগো নিউজ

Exit mobile version