Site icon অবিশ্বাস

হাতিয়ায় স্বামীর বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের মামলা গৃহবধূর

হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে এক গৃহবধূ (২৪) মঙ্গলবার  রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় ৪ জুলাই বুধবার বিকেলে ওই গৃহবধূ তার স্বামীসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করে।

পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি নিঝুম দ্বীপের আট নম্বর ওয়ার্ডের হকসাব (৩৩), চার নম্বর ওয়ার্ডের রাশেদ উদ্দিন (২৫) ও আকতার হোসেন (৩৪) এবং নির্যাতিতা গৃহবধূর স্বামীকে (৩৫) গ্রেপ্তার করে।

মামলার বাদী ওই গৃহবধূ ও পুলিশ জানায়, দুই বছরের শিশুসহ ধর্ষণের শিকার নারী মোক্তাইররা খাল পাড় থেকে মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় চালিত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তার স্বামী সোহেলসহ অন্য আসামিরা মোটরসাইকেলটির গতিরোধ করে তাকে নামায়। তারা কাপড় দিয়ে তার হাত, পা ও মুখ বেঁধে গভীর রাত পর্যন্ত সাতজন তাকে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এসে গৃহবধূর স্বামী সোহেলকে আটক করে পুলিশে খবর দেয়। বাকি ধর্ষকরা পালিয়ে যান।

খবর পেয়ে নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৌরজিত বড়ুয়ার নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নির্যাতিতা গৃহবধূকে বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

দেশ রূপান্তর

Exit mobile version