Site icon অবিশ্বাস

হামলাকারীরা প্রকাশ্যে ঘুরছে, পুলিশ ধরছে না খুলনায় আহত ব্যবসায়ী নেতা হাসপাতালেও নিরাপত্তাহীন

জেলার বাজুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ মণ্ডলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের একজনকেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসীরা বাজুয়া ও খুলনা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দেবাশীষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় গুরুতর অসুস্থ দেবাশীষ মণ্ডল হাসপাতালে থেকেও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে দাকোপ উপজেলার বাজুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ মণ্ডলের উপর একদল সন্ত্রাসী বন্দুক, লোহার রড, হাতুড়ি, চাকু, চাইনিজ কুড়াল প্রভৃতি মারাত্মক অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীদের আঘাতে তার মাথা, পিঠ, হাঁটু, পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। দেবাশীষের কয়েকটি হাড় ভেঙে যায়। মাথার জখমও গুরুতর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবাশীষের ওপর হামলার পর দলমত নির্বিশেষে বাজুয়ার শত শত মানুষ প্রতিবাদ মিছিল এবং বাজারে হরতাল আহ্বান করে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীরা পুনরায় ক্ষুব্ধ হয়ে উঠছেন। কারণ মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানায়, যে সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরা চাঁদাবাজি, জমি দখল, ধান লুট, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ, ১১ ফেব্রুয়ারি ২০০২

Exit mobile version