Site icon অবিশ্বাস

হিন্দু ধর্ম নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, যবিপ্রবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনাতন ধর্মের দেবদেবী নিয়ে কথিত কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রের ছাত্রত্ব সাময়িক বাতিল করা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি ও জ্যেষ্ঠ শিক্ষকদের জরুরি সভায় তার ছাত্রত্ব বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

ছাত্রত্ব বাতিল হওয়া ওই ছাত্রের নাম শাকিল হাওলাদার। তিনি গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে তার ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত। সদস্য হলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিন এবং সদস্য সচিব কর্মকর্তা সমিতির সহসভাপতি মো. নজরুল ইসলাম।

কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সারা বিশ্বে বাংলাদেশ সমাদৃত। আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। এখানে কেউ সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। যার যার ধর্ম তার তার পালনের অধিকার রয়েছে। এখানে কেউ সাম্প্রদায়িকতার উন্মাদনা ছড়ালে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version