২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের পর পর রাত আনুমানিক ১ দিকে সময় বাগেরহাট জেলার মােল্লারহাটের ইউপি চেয়ারম্যান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা পর্যায়ের নেতা তারাপদ পােদ্দারকে হত্যার উদ্দেশ্যে জেএমবি’র আমীর শায়খ আবদুর রহমান, শূরা সদস্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই ও হাফেজ মাহমুদ, জেলা দায়িত্বশীল লিটনসহ এহসার সদস্য এখতিয়ার শরীফ, আবদুল মতিন প্রমুখ তারাপদ পােদ্দারের বাসায় হামলা চালায়। উক্ত ঘটনায় ছুরির আঘাতে তারাপদ পােদ্দার আহত হয়। পরবর্তীতে স্থানীয় লােকজন বাংলাভাইসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশের নিকট হস্তান্তর করে। গ্রেফতারকৃতরা প্রায় সাড়ে তিন মাস জেলে থাকার পর ২০০১ সালের ২৯ নভেম্বরে জামিনে মুক্তি পায়।