Site icon অবিশ্বাস

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ মন্দির ভাংচুরের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন

গত ২৫ শে মে ২০২১ ইং তারিখ চট্টগ্রাম রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্ণিমার আগের দিন জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে হামলা ,ভাঙচুর, লুটপাট ,এর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক ও বুদ্ধ সমাজের ব্যানারে বৌদ্ধ বিহারে লুটপাটের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনের আয়োজন করা হয়।

উপস্থিত বক্তারা বৌদ্ধ মন্দিরে ভাঙচুর ন্যায় বিচারের দাবিতে ও মন্দির পুর্নবাসনে শরণংকর মহাথের কে তার প্রতিষ্টিত জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ মন্দির পুর্নবাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে ঢাকা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় ৷এসময় কয়েক জনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য,শরণংকর মহাথের কে গত আট মাস যাবত তাঁর নিজ এলাকায় ও জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে যেতে দেয়া হচ্ছে না। তিনি নিজ স্বেচ্ছায় যেতে চাইলেও তাঁকে প্রশাসন যেতে দিচ্ছে না। তিনি বর্তমানে পালিয়ে শরনার্থীর মত জীবন যাবন করছেন।

বাংলার চোখ

Exit mobile version