গত ২৫ শে মে ২০২১ ইং তারিখ চট্টগ্রাম রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্ণিমার আগের দিন জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে হামলা ,ভাঙচুর, লুটপাট ,এর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক ও বুদ্ধ সমাজের ব্যানারে বৌদ্ধ বিহারে লুটপাটের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনের আয়োজন করা হয়।

 রাঙ্গুনিয়ায় বৌদ্ধ মন্দির ভাংচুরের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন

উপস্থিত বক্তারা বৌদ্ধ মন্দিরে ভাঙচুর ন্যায় বিচারের দাবিতে ও মন্দির পুর্নবাসনে শরণংকর মহাথের কে তার প্রতিষ্টিত জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ মন্দির পুর্নবাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে ঢাকা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় ৷এসময় কয়েক জনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য,শরণংকর মহাথের কে গত আট মাস যাবত তাঁর নিজ এলাকায় ও জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে যেতে দেয়া হচ্ছে না। তিনি নিজ স্বেচ্ছায় যেতে চাইলেও তাঁকে প্রশাসন যেতে দিচ্ছে না। তিনি বর্তমানে পালিয়ে শরনার্থীর মত জীবন যাবন করছেন।

বাংলার চোখ

মন্তব্য করুন