১৮৩১ - চলমান

জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ‍্যায় নীল, শাহরিয়ার মজুমদার, ফয়সল আরেফিন দীপন, নাজিমুদ্দিন সামাদ, জুলহাস মান্নান, মাহবুব তনয়সহ আরো অনেকে।

এই দেশে এই সমাজে অনৈতিক প্রভাব ও ক্ষমতার চর্চা করে, এমন সবাইকে শত্রু বানিয়ে সময়ের আলোকিত মানুষরা বেঁচে থাকতে পারেননি। শুধু কথা বলে, লেখালেখি করে, গান গেয়ে অসংখ্য মানুষ আক্রমণের শিকার হয়েছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, হয়েছেন অপমানিত। আমাদের পক্ষে সবগুলো ঘটনা এক করা সম্ভব হয়নি। তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব তুলে ধরার।

টাইমলাইন প্রস্তুত করেছেন
সুব্রত শুভ, আঁধারের যাত্রী ও মহিউদ্দিন শরীফ

10,324ভক্তমত

>> সাম্প্রতিক থেকে পুরোনো <<

অন্যান্য টাইমলাইন