‘সুন্নতি কাটিং’, ‘আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নোটিশ দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। নোটিশটি ইউনিয়নের সর্বত্র লাগিয়ে দিয়েছেন তিনি।

 

নোটিশের প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিজ্ঞপ্তিগুলো খুলে ফেলা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়রা জানান, সোমবার এ বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন।

ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার এ বিষয়ে বলেন, “আমি স্থানীয় মুসলিমদের সাথে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি তা নিয়ে আমি দ্বিধায় আছি এখন।’’

কিশোরকে মারধরে বিষয়ে তিনি বলেন, “আমার ছেলে তুষারের সাথে স্থানীয় জসিম এর ছেলের সাথে ঝগড়া হয়েছে। তবে আমি মিমাংসা করে নিয়েছি।”

উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারে না। কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তার নেই। তবে ইতিমধ্যেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে। লাগানো বিজ্ঞপ্তি খুলে ফেলা হচ্ছে।

চ্যানেল আই অনলাইন

মন্তব্য করুন