কোরআন নিয়ে ফেসবুকে কথিত আপত্তিকর মন্তব্যের ঘটনায় মুন্সিগঞ্জে জয় মন্ডল (২০) নামে এক হিন্দু যুবককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন রেহানার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। মুন্সিগঞ্জের কোর্ট পুলিশের ইন্সপেক্টর জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আসামি জয় মন্ডল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এর আগে ১৮ অক্টোবর সোমবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, জয় মন্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সেটি বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয় বলে অভিযাগ ওঠে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে জয় মন্ডলকে আটক করে তার মোবাইল ফোন জব্দ করে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন