Site icon অবিশ্বাস

সংখ্যালঘু নির্যাতন ও নারী ধর্ষণের বিরুদ্ধে খুলনায় মানববন্ধন পালিত

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ সহ নানাবিধ অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নগরীতে মানববন্ধন পালিত হয়। সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক সমাজ এই কর্মসূচি আহবান করে। বেলা ১১টার এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঘন্টাখানেক স্থায়ী এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানবতাবিরোধী কর্মকাণ্ডের নিন্দাসূচক নানা প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচির শুরুতে ও পরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বক্তৃতা করেন। তিনি বাঙ্গালী জাতীর এই ক্রান্তি লগ্নে সকল শুভ বুদ্ধির মানুষকে এক সঙ্গে লড়াই করার আহবান জানান।

দৈনিক জনকন্ঠ, ১২ ডিসেম্বর ২০০১

Exit mobile version