ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ সহ নানাবিধ অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নগরীতে মানববন্ধন পালিত হয়। সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক সমাজ এই কর্মসূচি আহবান করে। বেলা ১১টার এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঘন্টাখানেক স্থায়ী এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানবতাবিরোধী কর্মকাণ্ডের নিন্দাসূচক নানা প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচির শুরুতে ও পরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বক্তৃতা করেন। তিনি বাঙ্গালী জাতীর এই ক্রান্তি লগ্নে সকল শুভ বুদ্ধির মানুষকে এক সঙ্গে লড়াই করার আহবান জানান।

দৈনিক জনকন্ঠ, ১২ ডিসেম্বর ২০০১

মন্তব্য করুন