২০১৮ - চলমান
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সমাজকর্মী Tarana Burke এর হাত ধরে এই আন্দোলনের সূত্রপাত। ২০১৭ সালের অক্টোবরে একই দেশের অভিনেত্রী Alyssa Milano'র একটি টুইটের মাধ্যমে আন্দোলনটি আবার জেগে ওঠে। এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আন্দোলনটি সাড়া ফেলে। ৩০ অক্টোবর ২০১৮ প্রবাসী বাংলাদেশি মডেল ও বৈমানিক মাকসুদা আকতার প্রিয়তির হাত ধরে বাংলাদেশেও শুরু হয় #MeToo আন্দোলন।
তথ্যায়ন - eআরকি.কম
#MeToo | ২১ | ১৪ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
আনোয়ার হোসেন খান
প্রতিষ্ঠাতা, আনোয়ার খান মেডিকেল কলেজসাবিহা নাজনীন
নভেম্বর ২১ তারিখে সর্বশেষ হ্যাশট্যাগ মিটু সংক্রান্ত লেখা ফেইসবুকে পোস্ট করেন সাবীহা নাজনীন। সিলেটে এইচ এস সি শেষ করে তিনি বাবার পরামর্শ মতো আনোয়ার খান মেডিকেল কলেজে ভর্তি হন। মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা আনোয়ার খান ছিলেন সাবিহার বাবার বন্ধু। ফেসবুকে সাবিহা লিখেন নতুন পড়াশোনা নিয়ে বিষাদ কাটাতে আনোয়ার খান তাকে তার অফিসে ডেকে পাঠান। যেহেতু সাবিহার বাবা তার বন্ধু ছিলো। সহমর্মিতা দেখানোর ছলে সাবিহার পাশে বসে তিনি সাবিহাকে জাপটিয়ে ধরেন এবং যৌন হেনস্তা করেন।
#MeToo | ০৮ | ১৪ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
রেজাউল করিম লোটাস
চিফ রিপোর্টার, ডেইলি স্টারআলফা আরজু
নভেম্বর ১৪ তারিখে সর্বশেষ হ্যাশট্যাগ মিটু সংক্রান্ত লেখা ফেইসবুকে পোস্ট করেন আলফা আরজু। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ চাকরির সন্ধানে গেলে সেখানে তার সাথে দেখা হয় সেসময় পত্রিকাটির চিফ রিপোর্টার রেজাউল করিম লোটাসের সাথে; যিনি- আরজুর বর্ণনা মতে তাঁকে নিজের গাড়িতে যৌন হেনস্তা করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘দ্য ডেইলি স্টার’ পরবর্তীতে লোটাসের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়ে তাদের ওয়েবসাইটে একটি নোটিস দেয়।
#MeToo | ০৭ | ১৪ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
এজাজ ফারাহ
শব্দকৌশলীশেঁউতি শাহগুফতা
১৪ নভেম্বর ভয়েস আর্টিস্ট এবং মিডিয়া কর্মী শেঁউতি শাহগুফতা যৌন হয়রানির অভিযোগ আনেন তার সাবেক সহকর্মী এজাজ ফারাহর বিরুদ্ধে। এজাজ পেশায় ভয়েস আর্টিস্ট এবং কণ্ঠশিল্পী। শেঁউতি শাহগুফতার প্রথম চাকরিতে সিনিয়র সহকর্মী ছিলেন এজাজ। এজাজের স্টুডিওতে একটি প্রোগ্রামের ভয়েস দেওয়ার সময় একটা পর্যায়ে শেঁউতিকে সান্ত্বনা দেওয়ার ছলে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন।
#MeToo | ০৬ | ১৪ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
সেলিম আল দীন
নাট্যকারমুশফিকা লাইজু
মুশফিকা লাইজু গত ১৪ নভেম্বর নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। লাইজু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং সেলিম আল দীন সেই বিভাগের শিক্ষক ছিলেন। একদিন একটি বই নিয়ে যেতে সেলিম আল দীন লাইজুকে তার বাসায় যেতে বলেন। লাইজু বইটি নিতে বাসায় গেলে সেলিম আল দীন তাকে কথাবার্তার এক পর্যায়ে জাপটে ধরেন। তৎক্ষণাৎ লাইজু নিজেকে সরিয়ে নিলে সেলিম আল দীন তাকে শাসান বলেও অভিযোগ করেছেন লাইজু।
#MeToo | ০৫ | ১১ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
মাহিদুল ইসলাম
আবৃত্তিকারজাকিয়া সুলতানা মুক্তা
১১ নভেম্বর জাকিয়া সুলতানা মুক্তা ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করেন আবৃত্তিকার মাহিদুল ইসলামের বিরুদ্ধে। মাহিদুল ইসলামের আবৃত্তি সংগঠন সংবৃতায় যুক্ত হওয়ার পর একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কবিতা আবৃত্তি অনুশীলন করা কালীন মাহিদুল ইসলাম তাকে জোর করে চুমু খান এবং জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর অন্য সহপাঠীরা দরজায় করাঘাত করলে সে যাত্রায় নিস্তার পান তিনি।
#MeToo | ০৪ | ১০ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
শহীদুল ইসলাম বিজু
প্রকাশক, পাঠক সমাবেশতাসনুভা আনান
গত ১০ নভেম্বর তাসনুভা আনান নামে এক অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগ তোলেন প্রকাশনী প্রতিষ্ঠান পাঠক সমাবেশ-এর কর্ণধার শহীদুল ইসলাম বিজুর বিরুদ্ধে। তাসনুভা তার ফেসবুকে স্ট্যাটাস বলেন, পাঠক সমাবেশ-এর গুলশান ব্রাঞ্চে চাকরি দেওয়ার কথা বলে একদিন শহীদুল ইসলাম বিজু তার অফিস কক্ষে দরজা বন্ধ করে জোর করে চুমু খাওয়ার পাশাপাশি গোপনাঙ্গ প্রদর্শন করেন।
#MeToo | ০৩ | ০৮ নভেম্বর ২০১৮
অভিযুক্তের পরিচয়
জামিল আহমেদ
বেতার সংবাদ পাঠকআসমাউল হুসনা
তৃতীয় নারী হিসেবে আসমাউল হুসনা নামে এক তরুণী বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, উপস্থাপক ও যাত্রী ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা জামিল আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। গত ৮ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে আসমাউল হুসনা নামে জামিল আহমেদের দ্বারা যৌন হয়রানির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, সেগুনবাগিচায় অন্ধকার একটি রাস্তায় জামিল সান্ত্বনা দেওয়ার ছলে তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন এবং অযাচিত স্পর্শ করেন।
#MeToo | ০২ | ৩০ অক্টোবর ২০১৮
অভিযুক্তের পরিচয়
প্রণব সাহা
সাংবাদিকসুচিস্মিতা সীমন্তি
সুচিস্মিতা সীমন্তি নামে ইউরোপ প্রবাসী এক তরুণী ৩১ অক্টোবর বাংলাদেশের একজন জ্যৈষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। প্রথমে অভিযুক্ত ব্যক্তির নামের প্রথমাক্ষর ব্যবহার করা হলেও পরবর্তীতে তিনি পুরো নামই প্রকাশ করেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক হিসেবে নিয়োজিত প্রণব সাহা। সীমন্তি অভিযোগ করেন, ২০০৪ সালে ১৬ বছর বয়সী সীমন্তিকে স্পর্শকাতর এবং অসংগতভাবে স্পর্শ করেন প্রণব সাহা।
#MeToo | ০১ | ২৯ অক্টোবর ২০১৮
অভিযুক্তের পরিচয়
রফিকুল ইসলাম
চেয়ারম্যান, রংধনু গ্রুপমাকসুদা আকতার প্রিয়তি
হ্যাশট্যাগ মিটুর হাওয়া জোরেসোরে বাংলাদেশে এলো এই দিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম যৌন হয়রানির অভিজ্ঞতার কথা লেখেন আয়ারল্যান্ড প্রবাসী বৈমানিক এবং মডেল, সাবেক মিস আয়্যারল্যান্ড মাকসুদা আকতার প্রিয়তি। ২০১৫ সালে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম তার অফিসে প্রিয়তির বক্ষে জোর করে হাত ঢুকিয়ে দেন বলে অভিযোগ তোলেন প্রিয়তি। পরবর্তীতে একটি ভিডিওতে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি।