অবিশ্বাস
১২ নভেম্বর ২০১৮ তারিখে যাত্রা শুরু করেছে অনলাইন ম্যাগাজিন 'অবিশ্বাস'। এই ম্যাগাজিন বাংলায় মুক্তচিন্তা আন্দোলনের অতীত, বর্তমান, প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী, জঙ্গী তৎপরতার সময়রেখা, মুক্তচিন্তার উপর আক্রমণের সময়রেখা, শতাধিক বছর পুরোনো গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও দলিল সমৃদ্ধ। ভবিষ্যতে আরো জীবনী, নতুন-পুরোনো লেখা ও তথ্য প্রকাশ করার পরিকল্পনা আছে।
আমরা কয়েকজন সাধারণ মানুষ। কেউ স্বনামে, কেউ ছদ্মনামে এখানে লিখছি। লেখার জন্যই লিখছি। আসলে, ইতিহাস খুব আকর্ষনীয় বিষয়। বর্তমানে থেকে অতীতের অলিগলিতে বিচরণ করে ভবিষ্যতের রূপকল্প দেখতে পছন্দ করি। তাই বর্তমান নিয়েই আমাদের যত ব্যস্ততা। অতীতে কী হয়েছে, তা নিয়ে উদ্বেলিত বা শঙ্কিত নই। ভবিষ্যতৎ নিয়েও একই ধারণা পোষন করি। আর, আমরা দেখার চেয়ে অবলোকন করতে বেশি ভালোবাসি। তাই অতীতের সাথে আমাদের সম্পর্কটা কেবল ভ্রমণের নয়, সংযোগ স্থাপনের। 'অবিশ্বাস' নামক এই ম্যাগাজিনটি সমাজের কতটুকু পরিবর্তন করবে, কতটুকু করবে না, তা নিয়ে চিন্তিত নই। আমরা চিন্তিত কাজ নিয়ে। আর কী কী করা যায়, কিভাবে করা যায়, এসব।
আমরা ক'জন
সবাক
সম্পাদকপেশায় গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনার। বাংলা ব্লগে সবাক নামে পরিচিত। ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে লেখালেখির মাধ্যমে বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হন। বর্তমানে নিজস্ব ওয়েবসাইট, মুক্তমনা ব্লগ ও অবিশ্বাস - এ লিখেন। এছাড়া ফেসবুকেও সক্রিয় আছেন।
মহিউদ্দিন শরীফ
গবেষণা সম্পাদকআরজ আলী মাতুব্বরের স্মৃতি বিজড়িত বরিশালে জন্ম নেয়া মহিউদ্দিন শরীফ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রীধারী। ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে 'হিমু ব্রাউন' নামে লেখালেখি শুরু করে বর্তমানে মুক্তমনা ব্লগে লিখেন। 'অবিশ্বাস' এ প্রধান গবেষক হিসেবে কাজ করছেন।
আঁধারের যাত্রী
সহ-সম্পাদকএকটি ই-কমার্স প্রতিষ্ঠানে কর্মরত। ২০০৮ সাল থেকে বাংলা ব্লগের সাথে যুক্ত। বর্তমানে ব্লগে খুব একটা সক্রিয় না হলেও ফেসবুকে লেখালেখি করেন। তিনি এই ওয়েবসাইটের অন্যতম উপাত্ত প্রস্তুতকারী। 'আঁধারের যাত্রী' ছদ্মনামটি কেবল এই সাইটের জন্য ব্যবহার করেন।
আস্ত্রেয়া
লেখকউচ্চ মাধ্যমিকে পড়েন। পাঠ্যপুস্তকের চেয়ে অতিপাঠ্যপুস্তক বেশি পড়েন। লেখালেখি করতে ভালোবাসেন। অনুসন্ধিৎসু ও জিজ্ঞাসু স্বভাবের কারণে অবিশ্বাস সাইটে যুক্ত হয়েছেন। 'আস্ত্রেয়া' ছদ্মনামটি শুধু এই ওয়েবসাইটের জন্য ব্যবহার করেন।