অবিশ্বাস
১২ নভেম্বর ২০১৮ তারিখে যাত্রা শুরু করেছে অনলাইন ম্যাগাজিন 'অবিশ্বাস'। এই ম্যাগাজিন বাংলায় মুক্তচিন্তা আন্দোলনের অতীত, বর্তমান, প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী, জঙ্গী তৎপরতার সময়রেখা, মুক্তচিন্তার উপর আক্রমণের সময়রেখা, শতাধিক বছর পুরোনো গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও দলিল সমৃদ্ধ। ভবিষ্যতে আরো জীবনী, নতুন-পুরোনো লেখা ও তথ্য প্রকাশ করার পরিকল্পনা আছে।
আমরা কয়েকজন সাধারণ মানুষ। কেউ স্বনামে, কেউ ছদ্মনামে এখানে লিখছি। লেখার জন্যই লিখছি। আসলে, ইতিহাস খুব আকর্ষনীয় বিষয়। বর্তমানে থেকে অতীতের অলিগলিতে বিচরণ করে ভবিষ্যতের রূপকল্প দেখতে পছন্দ করি। তাই বর্তমান নিয়েই আমাদের যত ব্যস্ততা। অতীতে কী হয়েছে, তা নিয়ে উদ্বেলিত বা শঙ্কিত নই। ভবিষ্যতৎ নিয়েও একই ধারণা পোষন করি। আর, আমরা দেখার চেয়ে অবলোকন করতে বেশি ভালোবাসি। তাই অতীতের সাথে আমাদের সম্পর্কটা কেবল ভ্রমণের নয়, সংযোগ স্থাপনের। 'অবিশ্বাস' নামক এই ম্যাগাজিনটি সমাজের কতটুকু পরিবর্তন করবে, কতটুকু করবে না, তা নিয়ে চিন্তিত নই। আমরা চিন্তিত কাজ নিয়ে। আর কী কী করা যায়, কিভাবে করা যায়, এসব।