আমরা ক'জন

সবাক

সম্পাদক

পেশায় গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনার। বাংলা ব্লগে সবাক নামে পরিচিত। ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে লেখালেখির মাধ‍্যমে বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হন। বর্তমানে নিজস্ব ওয়েবসাইট, মুক্তমনা ব্লগ ও অবিশ্বাস - এ লিখেন। এছাড়া ফেসবুকেও সক্রিয় আছেন।

মহিউদ্দিন শরীফ

গবেষণা সম্পাদক

আরজ আলী মাতুব্বরের স্মৃতি বিজড়িত বরিশালে জন্ম নেয়া মহিউদ্দিন শরীফ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রীধারী। ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে 'হিমু ব্রাউন' নামে লেখালেখি শুরু করে বর্তমানে মুক্তমনা ব্লগে লিখেন। 'অবিশ্বাস' এ প্রধান গবেষক হিসেবে কাজ করছেন।

আঁধারের যাত্রী

সহ-সম্পাদক

একটি ই-কমার্স প্রতিষ্ঠানে কর্মরত। ২০০৮ সাল থেকে বাংলা ব্লগের সাথে যুক্ত। বর্তমানে ব্লগে খুব একটা সক্রিয় না হলেও ফেসবুকে লেখালেখি করেন। তিনি এই ওয়েবসাইটের অন্যতম উপাত্ত প্রস্তুতকারী। 'আঁধারের যাত্রী' ছদ্মনামটি কেবল এই সাইটের জন‍্য ব‍্যবহার করেন।

আস্ত্রেয়া

লেখক

উচ্চ মাধ‍্যমিকে পড়েন। পাঠ‍্যপুস্তকের চেয়ে অতিপাঠ‍্যপুস্তক বেশি পড়েন। লেখালেখি করতে ভালোবাসেন। অনুসন্ধিৎসু ও জিজ্ঞাসু স্বভাবের কারণে অবিশ্বাস সাইটে যুক্ত হয়েছেন। 'আস্ত্রেয়া' ছদ্মনামটি শুধু এই ওয়েবসাইটের জন‍্য ব‍্যবহার করেন।