২০১৯ - চলমান

বাংলাদেশের মানুষ প্রচুর কথা বলে, বেশি কথা বলে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের কথা কম বলে কাজ বেশি করার কথা। কিন্তু তারাই সবচে বেশি কথা বলে। সামনে মাইক্রোফোন থাকুক না থাকুক, তাদের কণ্ঠস্বর গর্জে উঠবেই। আবার কিছু মানুষ আছেন, যাদের কাজই কথা বলা। কিন্তু যেসব কথা বলা উচিৎ, তা না বলে উনারা আ-কথা বেশি বলে থাকেন। এসব লোকজনকে নিয়ে আমাদের এই টাইমলাইন। তারা কবে, কোথায়, কী বলছেন তা এখানে টুকে রাখা হবে।

টাইমলাইন প্রস্তুত করেছেন - আঁধারের যাত্রী

10,324ভক্তমত

তাহাদের কথামালা