বর্তমান সরকারকে ইসলামবান্ধব উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, যারা মাদ্রাসায় পড়ছেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের পেছনে রেখে এ দেশ চলতে পারে না।
‘বর্তমান সরকার ইসলামী মূল্যবোধ ও কোরআন হাদিসের ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক সেটা চায়। কোরআন-হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান তাদেরও কোনো ক্ষতি নেই’, বলেন মন্ত্রী।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফের মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ছারছিনার পীরের মাদ্রাসায় পাকিস্তানি সেনা ও রাজাকারের ক্যাম্প ছিল। সেখানে রাজাকার সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে হত্যা এবং নারীদের ধর্ষণ করা হতো।
ছারছিনা দরবার শরিফের পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ( যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত) মাহফিলে সভাপতিত্ব করেন।
গৃহায়ণমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও ইসলামবান্ধব। তাই তিনি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হলেও, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
শ ম রেজাউল করিম প্রশ্ন রেখে বলেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা কি অন্ধকারে পড়ে থাকবে? তারা কি ডিসি এসপি হতে পারবে না, কলেজ-ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না?
ইসলাম বিষয়ে শিক্ষা গ্রহণকারীদের সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে চাকরি পাওয়ার অধিকার আছে বলেও জানান মন্ত্রী।

এন টিভি অনলাইনবাংলা ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন