ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদ মাজার জিয়ারত করতে নওগাঁ থেকে আসা এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৭ ডিসেম্বর শনিবার সকালে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ উপজেলার কুড়িপাইকা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. রাজু আহম্মদ (৩০) উপজেলার নুরপুর গ্রামের হামদু মিয়ার ছেলে।

মামলার বরাতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতের ট্রেনে খড়মপুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে আখাউড়ায় আসার সময় ট্রেনেই ধর্ষক রাজুর সাথে পরিচয় হয়। রাতে আখাউড়া স্টেশনে নেমে খড়মপুর যাওয়ার রাস্তা চিনতে পারছিলেন না তিনি।

এই সুযোগে রাজু তাকে আব্দুল্লাপুর গ্রামের মোশাররফ মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে সকালে ছেড়ে দেয়। পরে তিনি আখাউড়া থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওসি জানান, আসামি রাজুকে গ্রেপ্তার ও ধর্ষণের শিকার নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনবি

মন্তব্য করুন