লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, রায়পুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বাদি হয়ে এই মামলা করেছেন ৩১ অক্টোবর শনিবার রাতে। পুলিশ মামলাটি তদন্ত করছে।
আসামিরা হলেন- লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, স্থানীয় সাংবাদিক এস এন উদ্দিন রিয়াদ ও জহিরুল ইসলাম টিটু।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৮ অক্টোবর বাংলার মুকুল পত্রিকায় ‘রায়পুরে ডাকাতিয়া নদী এখন খোকন ডাকাতের কবলে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বাদীর সম্মানহানি করা হয়েছে।
তবে পত্রিকাটির সম্পাদক মিজানুর রহমান ‘ডাকাত’ শব্দটি ভুলবশত মুদ্রিত হয়েছে বলে দাবি করেছেন।