রাজধানী ধানমন্ডির ইউল্যাব ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সাউথইস্ট ইউনির্ভাসিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

২৫ জানুয়ারি সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদীপক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান আসামির রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে শুনানি করেন।

তিনি বলেন, আসামি ভিকটিমকে বিভিন্ন সময় ফুঁসলিয়ে এবং চেতনানাশক ওষুধ সেবন করিয়ে ধর্ষণ করা হয়েছে। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আসামির এক দিনের রিমান্ডের ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ভিকটিম আসামি সাদমানের সঙ্গে উত্তরায় এক বন্ধুর বাসায় দেখা করেন। কথাবার্তা বলার এক পর্যায়ে সাদমান ভিকটিমকে কোমল পানীয়ের সঙ্গে কিছু খাওয়ানোর পর সে অসচেতন হয়ে পড়ে। ভিকটিম অচেতন থাকা অবস্থায় সাদমান তাকে তার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে। ভিকটিমের জ্ঞান ফিরলে আসামি ভিডিও দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে রাতে বাসায় রেখে দেয় এবং তাকে ধর্ষণ করে। পরদিন ভিকটিম নিজের বাসায় চলে যায়।
এরপর আসামি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তার বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। গত ৮ নভেম্বর আসামি ভিকটিমকে তার বাসায় যেতে বলে। ভিকটিম বাসায় যেতে রাজি না হওয়ায় সাদমান ওই ভিডিও গুগল ড্রাইভের মাধ্যমে তাকে পাঠায় এবং দেখা না করলে সোশ্যাল মিডিয়ায় তা ছেড়ে দেয়ার হুমকি দেয়।

ভিকটিম বাধ্য হয়ে গত ২৫ ডিসেম্বর সাদমানের বাসায় গেলে তাকে আবারও ধর্ষণ করা হয়। পরে নিরুপায় হয়ে ভিকটিম ঘটনার বিষয়ে পরিবারকে জানায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইন এবং ধর্ষণের অভিযোগে মামলাটি করেন।

যুগান্তর

মন্তব্য করুন