চকরিয়া পৌর শহরের আবাসিক হোটেল সিলভার ওশানের একটি কক্ষে তুলে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী। ধর্ষণ, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় তিনি এ অভিযোগ করেন।
ঘটনার পর প্রবাসীর স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ফরহাদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে থানায়। ওই নারীর শ্বশুরবাড়ি উপজেলার কাকারা ইউনিয়নের একটি গ্রামে। তার অভিযোগে জানা যায়, টাকা ধার দেওয়ার কথা বলে গত ১৪ জুলাই আবাসিক হোটেলে তুলে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের সে দৃশ্য আগে থেকে হোটেলকক্ষে বসানো গোপন ক্যামেরায় ধারণ করে ফরহাদ। পরে সে দৃশ্য দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। শেষ পর্যন্ত মোটা অংকের টাকা দাবি করে বসে।
এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী ফরহাদকে আসামি করে ২৭ আগস্ট শুক্রবার রাতে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ সে অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে নারীর শ্বশুরবাড়ি ও আসামির বাড়ি পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত ফরহাদকে খুঁজে পায়নি তারা। বন্ধ ছিল তার মুদি দোকান।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগ পাওয়ার পর এক কর্মকর্তাকে প্রাথমিকভাবে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক সত্যতা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।