কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

১ জুন মঙ্গলবার আদালতে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করলে বিচারক তাকে কারাগারে পাঠায় বলে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানিয়েছেন।

গ্রেপ্তার আজিজুল ইসলাম রাজু (৪০) ওই ইউনিয়নের মাদাজালফারা গ্রামের কাচুয়া মামুদের ছেলে।

অপরদিকে কিশোরীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল জানান, আসামি আজিজুল ইসলাম রাজু সাত বছর আগে ওই কিশোরীর মাকে দ্বিতীয় বিয়ে করেন। কিশোরীর মায়েরও এটি দ্বিতীয় বিয়ে।

তার প্রথমপক্ষের মেয়ে তার বাবার সাথে বসবাস করত। তবে গত কয়েক মাস ধরে কিশোরীটি তার মায়ের কাছে অবস্থান করছিল। এ সময় ‘কয়েক মাস ধরে ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ধর্ষণ করে তার সৎ বাবা।

ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়। তিনি মেয়ের বাবা তার প্রাক্তন স্বামী আব্দুল মতিনকে ঘটনাটি বলেন। ঘটনা শুনে গত সোমবার আব্দুল মতিন বাদী হয়ে নারী শিশু আইনে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেন বলেন তিনি।

অভিযোগ পেয়ে সেই রাতেই সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন