নওগাঁয় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। সদর উপজেলার বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টার দিকে আনার আলী মন্ডল (৬৫) নামে ওই অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় প্রতিবেশী আনার, ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনা জানাজানি হলে থানায় লিখিত অভিযোগ করেন শিশুর মা। অভিযোগ পেয়ে বেলা ১১ টার দিকে আনার আলীকে গ্রেফতার করে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

যমুনা টিভি নিউজ

মন্তব্য করুন