ফটিকছড়িতে ৯ মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ২৬ জুন বুধবার রাতে ফটিকছড়ি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওই শিশুটির মামা মুহাম্মদ বাবর।
সূত্র জানায়, ২৫ জুন মঙ্গলবার বিকাল তিনটার দিকে ওই শিশুটিকে বসত ঘরে একা পেয়ে কৌশলে আপন চাচা মুহাম্মদ মোজাম্মেল (২৬) তাকে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) ভর্তি করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, ধর্ষক মোজাম্মেল উপজেলার নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়ির বাসিন্দা এয়ার মুহাম্মদের পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় শিশুটির মামা একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

দৈনিক পূর্বদেশ

মন্তব্য করুন