ময়মনসিংহের ভালুকায় খালা বাড়ীতে রাতের আধাঁরে ধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টকর্মী নারী। এ ব্যাপারে ধর্ষিত ওই গার্মেন্টকর্মী নিজে বাদী হয়ে ধর্ষণকারী মিনহাজ উদ্দিনের নামে এক যুবককে আসামী করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
ধর্ষিতা নারী গার্মেন্টসকর্মী জানান, ‘তাঁর মা শরুফা বেগম বড় বোনের বাড়ীতে বেড়াতে যান। এ সুযোগে আমাকে খালী বাড়ীতে একা পেয়ে গত ৯ মে মধ্য রাতে নানা ভয়ভিতি দেখিয়ে এক পর্যায়ে দরজা খোলতে বাধ্য করে। পরে মিনহাজ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
পরদিন ধর্ষিতা নারীর মা মেয়ের চিকিৎসার জন্য হাসপাতাল ভর্তি করেন। ১১ মে ধর্ষিতা নারী নিজেই বাদী হয়ে মিনহাজ উদ্দিনের নামে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।  পরদিন থানা পুলিশ  ঘটনাস্থলে যায় পরে সত্যতা প্রমাণ পায়ে মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং ১৫।
মামলার পর ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে বিবাদী পক্ষ বাদী পক্ষকে হুমকি-ধমকি দিয়ে আসছে প্রতিনিয়ত বলে জানান, বাদী পক্ষ। মিনহাজের চাচা আব্দুল হাই স্বপন, আলী হোসেন, পলাশ আহাম্মেদসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল। ধর্ষিতার মা জানান মামলা না তুলে নিলে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে নানা প্রকার চাপ প্রয়োগসহ হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালী মহলটি।
এ ব্যাপারে তদন্তকারী পুলিশ অফিসার এসআই নজরুল ইসলাম জানান, মামলা হয়েছে।  তদন্ত সাপেক্ষে ধর্ষণ মামলার যে ধারা রয়েছে সে মোতাবেক আমি চার্জ করবো।

মন্তব্য করুন