ফেইসবুকে কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে ঢাকার সাভারে একটি পোশাক কারখানার এক কর্মকর্তা হয়রানিমূলক আটক হয়েছেন; এর আগে যাকে ওই কারখানার শ্রমিকরা মারধর করেছেন।

 

সাভারের বিরুলিয়া রোডের আইচানোয়াদ্দা এলাকার সাভার গ্রুপের ‘সুরমা গামের্ন্টস লিমিটেড’ কারখানায় রোববার (১৫ নভেম্বর) এই ঘটনা ঘটে।

তবে ওই ব্যক্তির ফেইসবুকে এ ধরনের পোস্ট পাওয়া যায়নি বলে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানিয়েছেন। এই ঘটনার পর ওই কারখানা একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।

ওসি এএফএম সায়েদ বলেন, “৩৫ বছর বয়সী এই যুবকের ফেইসবুক আইডিতে ধর্ম নিয়ে কটূক্তির কোনো পোস্ট পাওয়া যায়নি। হয়ত সে মুছে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতেই তাকে থানায় আনা হয়েছে।”

সুরমা গামের্ন্টসের একাধিক শ্রমিক বলেন, এই কর্মকর্তা কয়েকদিন ধরে তার ফেইসবুক আইডিতে ধর্ম নিয়ে কটূক্তি করে আসছিলেন। রোববার তিনি ফের ওইসব পোস্ট অন্য শ্রমিকদের শেয়ার করার জন্য বললে শ্রমিক উত্তেজিত হয়ে ওঠে।

এই সময় কারখানার ভিতরে শ্রমিকরা ওই কর্মকর্তাকে মারধর করে বলেও তারা জানান।

ওসি সায়েদ বলেন, ওই কর্মকর্তাকে মারধরের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার রোষানল থেকে তাকে আটক করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন