সাভারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিষ্ট্রার শহিদুল্লাহ প্রধানকে (৬৫) আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) ভোর রাতে সাভারের মজিদপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় সাভারের মজিদপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরী করে আসছিলেন (৪০) ওই শ্রমিক। পরে ১৪ মার্চ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শ্রমিকের বাসায় তাকে ধর্ষণ করেন শহিদুল্লা। পরে ওই শ্রমিক রাতেই ধর্ষণের অভিযোগে শহিদুল্লাহ প্রধানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে ভোর রাতে মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষিতাকে আজ দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিকের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, ধর্ষণকারীকে ১৫ মার্চ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।