৯৯৯ এ ফোন পেয়ে চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে চালক সোহেল রানা ও হেলপার আব্দুল ওয়াহাবকে আটক করেছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় ট্রাক থেকে ওই তরুণীকেও উদ্ধার করা হয়।

 

২২ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা থেকে আটক করা হয়।

আটককৃত ট্রাকচালক সোহেল রানা (৩২) বগুড়া সদর উপজেলার আশাখোলা গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, আজ সন্ধ্যার দিকে গণপরিবহন না পেয়ে গাজীপুরের চন্দ্রা থেকে বগুড়া যাওয়ার জন্য একটি ট্রাকে ওঠেন এক তরুণী। চন্দ্রা থেকে ছেড়ে টাঙ্গাইলের এলেঙ্গায় এলে ট্রাক থামিয়ে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে শুধু ওই তরুণীকে নিয়ে ট্রাকটি বগুড়ার দিকে রওনা হয়। এ সময় সন্দেহ হলে ট্রাক থেকে নেমে যাওয়া ইউনুস আলী সুমন নামের এক যাত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা থেকে পুলিশ ট্রাকচালক সোহেল ও হেলপার ওয়াহাবকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে ওই তরুণী তাঁকে ধর্ষণের অভিযোগ করেন ওই দুইজনের বিরুদ্ধে।

ওসি আরও জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আসামিকে আদালতে পাঠানো হবে।

এনটিভি অনলাইন

মন্তব্য করুন