২৫ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের পক্ষে গণসংযোগের প্রস্তুতি নেওয়ার সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত পেট্রোল বোমা হামলা করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। এতে মারাত্মক দগ্ধ হন আবু সালেম, আবু তৈয়ব, রায়হান ও সাদ্দাম হোসেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় আহত ৪ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দগ্ধ ৩ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে এবং রডের আঘাতে আহত ১ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।