যাত্রী কল্যাণ সমিতির গত তিন বছরের বার্ষিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে সাড়ে বিশ হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন বছরে ১৪ হাজারের বেশি দুর্ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা ৪৭ হাজারের বেশি। সমিতির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে দেশে সড়ক দুর্ঘটনা বাড়লেও হতাহতের সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম ছিল। ২০১৭ সালে বাংলাদেশে চার হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল ১৬ হাজার ১৯৩ জন। ২০১৬ সালে আহতের সংখ্যা ১৫ হাজার ৯১৪।
যাত্রী কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিদায়ী ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত ও ১৫ হাজার ৪৬৬ জন আহত হয়েছে। এ সময় রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়। নৌপথে ১৫৯টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ২৩৪ জন আহত এবং ৩৮৭ জন নিখোঁজ হয়েছে। আকাশ পথে ৫টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ আহত হয়েছে। সড়ক, রেল, নৌ এবং আকাশ পথে সম্মিলিতভাবে ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় ৭ হাজার ৭৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছে।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্র সমূহে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে ১ হাজার ২৫২ চালক-শ্রমিক, ৮৮০ জন শিক্ষার্থী, ২৩১ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৭৮৭ নারী, ৪৮৭ শিশু, ১০৬ শিক্ষক, ৩৪ সাংবাদিক, ৩৩ চিকিৎসক, ৯ প্রকৌশলী, ২ আইনজীবী এবং ১৯২ জন রাজনৈতিক নেতাকর্মী সড়কে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে।
উল্লেখিত সময়ে সংগঠিত দুর্ঘটনায় সর্বমোট ৭ হাজার ৩৫০টি যানবাহনে পরিচয় মেলেছে। যার মধ্যে ১৮ দশমিক ৯২ শতাংশ বাস, ২৮ দশমিক ৬৮ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৭ দশমিক ৯৩ শতাংশ কার-জীপ-মাইক্রোবাস, ৯ দশমিক ৬১ শতাংশ অটোরিক্সা, ২৫ দশমিক ৩০ শতাংশ মোটরসাইকেল, ৩ দশমিক ৭২ শতাংশ ব্যাটারি চালিত রিক্সা, ৫ দশমিক ৮০ শতাংশ নছিমন করিমন ও হিউম্যান হলার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।
সংগঠিত দুর্ঘটনার ৪১ দশমিক ৫৩ শতাংশ গাড়ি চাপা, ২৯ দশমিক ৭২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬ দশমিক ১৮ শতাংশ খাদে পড়ে, .৫৫ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে এবং .৮৯ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।
জুন মাসে নিহতের সংখ্যা বেশি
যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, বিদায়ী বছরের জানুয়ারি মাসে ৪৯৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৪ জন নিহত হয় ও ১ হাজার ৩৫৩ জন আহত হয়। ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়। এতে ৪৫৯ জন নিহত হয় ও ১ হাজার ৫২১ জন আহত। মার্চ মাসের পরিসংখ্যানে দেখা গেছে এ মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৫০৩ জন নিহত ও ১ হাজার ৫০৬ জন আহত হয়েছে। এপ্রিল মাসে ৪৫১টি সড়ক দুর্ঘটনায় ৪৭১ জন নিহত ও ১ হাজার ২২৩ জন আহত হয়। মে মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪৮৪ জন নিহত ও ১ হাজার ১২৭ জন আহত হয়। জুন মাসে ৫২২টি সড়ক দুর্ঘটনায় ৬১৫ জন নিহত ও ১৭৯০ জন আহত হয়েছে।
জুলাই মাসে ৩৭৬টি সড়ক দুর্ঘটনায় ৪২৫ জন নিহত ও ১ হাজার ২২ জন আহত হয়। আগস্ট মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ১ হাজার ৬৩৮ জন আহত হয়। সেপ্টেম্বর মাসে ৪২৩টি সড়ক দুর্ঘটনায় ৫১৪ জন নিহত ও ১ হাজার ১৬৬ জন আহত হয়। অক্টোবর মাসে ৩৯৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৫ জন নিহত ও ৭৭০ জন আহত হয়। নবেম্বর মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত ও ৯৭৯ আহত হয়। ডিসেম্বর মাসে ৫৩৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৪ জন নিহত ও ১ হাজার ২৭১ আহত হয়।
সূত্রঃ জনকণ্ঠ