ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে লরির ধাক্কায় ট্রাক্টর উল্টে কাদির মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সরাইলের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত কাদির জেলার সরাইল উপজেলার বৈশর গ্রামের সাইদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সরাইল উপজেলার বৈশর গ্রামের কালা মিয়া (৩৫) ও ট্রাক্টর চালক ইমাম হোসেন (২৬)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এটিএসআই মো. ফরিদুল আলম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সিলেটগামী ট্রাক্টরকে একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা তিনজন চাপা পড়েন।

তাদের আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনার পর লরি রেখে চালক পালিয়ে গেছেন।

পরিবর্তন

মন্তব্য করুন