যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়। এ সময় আরো ১৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামের সুব্রত বৈরাগী। তবে নিহত অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রূপদিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা যশোরে যাওয়ার পথে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুব্রত। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় আরও একজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।