কুমিল্লার লাকসামে নিজ প্রতিষ্ঠানে কর্মরত এক তরুণীকে দীর্ঘ চার মাস ধরে ধর্ষণের অভিযোগে মীর হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। ১০ জুলাই বুধবার দুপুরে লাকসাম জংশন এলাকার ‘ডিজিটাল এডভাইস সেন্টারে’ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মীর হোসেন লাকসাম পৌরসভার বাইনছাটিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে এবং চেতনানাশক ইনজেকশন পুশ করে ভিকটিম তরুণীকে সে দীর্ঘ চার মাস ধরে ধর্ষণ করে এবং প্রতিবারই ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করে। এ ছাড়া তার প্রতিষ্ঠানের আরো কয়েকজন নারী কর্মীকেও ভয়-প্রলোভন দেখিয়ে ধষর্ণের অভিযোগ উঠেছে।
তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে র্যাব বুধবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক বড়ি, শতাধিক কনডম, একটি কম্পিউটার ও ভুয়া সনদপত্র উদ্ধার করে।
এ সময় মীর হোসেন ছাড়াও ‘এডভাইস সেন্টারে’ কর্মরত সুমি নামে আরেক কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।