বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাদশী এলাকায় এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে শহিদ সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ ডিসেম্বর রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শহিদ সরদার উপজেলার দক্ষিণ চাদশী এলাকার বাসিন্দা। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকালে কাজের জন্য শিশুটির বাবা-মা বাসা থেকে বের হন। এই সুযোগে শিশুটিকে ঘরে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে শহিদ সরদার। এরই মধ্যে শিশুটির বাবা-মা এসে পড়লে শহিদ সরদার পালিয়ে যায়।

বিষয়টি তারা এলাকার মাতব্বরদের জানিয়ে মেয়ের চিকিৎসা করান। পরে মামলা করতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন ও নাসির সরদারসহ প্রভাবশালীরা সালিস-বৈঠকের নামে সময়ক্ষেপণ করেন। তাদের আকুতিতে সম্প্রতি আলাউদ্দিন সরদারের বাড়িতে সালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিসে ধর্ষক শহিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শিশুর মা বলেন, ‘আমরা টাকা চাইনি। আমরা ধর্ষক শহিদের শাস্তি চেয়েছিলাম। তারা (মাতব্বররা) সালিস-বৈঠকের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তবে আমরা থানায় মামলা করেছি।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, রোববার ভোরে অভিযান চালিয়ে শহিদ সরদারকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আমাদের সময়

মন্তব্য করুন