রাজবাড়ীতে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দুজনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন মেয়েটির মা।
রাজবাড়ীর ঘটনায় আসামিরা হলেন—সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের ইসলাম সরদারের ছেলে হারুন সরদার (৩০) এবং হারুনের দূরসম্পর্কের আত্মীয় ও একই গ্রামের হুমায়ন মণ্ডলের স্ত্রী ফরিদা বেগম (৩২)। ছাত্রীটির মা মামলার বাদী জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছাত্রীটিকে হারুন সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৫ অক্টোবর সকালে ছাত্রীটি নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাচ্ছিল। সদর উপজেলার সূর্যনগরে পৌঁছতেই হারুন তাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে হারুন মেয়েটিকে খোষবাড়ীতে ফরিদা বেগমের বাড়িতে তিন দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। তখন রাজবাড়ী থানায় মেয়ে নিখোঁজের জিডি করে পরিবার। ৯ অক্টোবর সকালে হারুন মেয়েটিকে বিয়ের কথা বলে জেলা শহরের নতুন বাজার এলাকায় এনে ফেলে রেখে যান। মেয়ের কাছ থেকে ফোন পেয়ে এসে তাকে বাড়িতে নিয়ে যান মা। এরপর স্থানীয়ভাবে চেষ্টা করেও আপস-মীমাংসা করা যায়নি। তাই মেয়েটির মা রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা করেন। হারুনের স্ত্রী ও একটি মেয়ে রয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মো. মনিরুল মিয়া জানান, আদালতের নির্দেশে ২৪ ডিসেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।