বরগুনায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণিপড়ুয়া দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ আটক দুই কিশোরের বিরুদ্ধে।

 

ভুক্তভোগী ওই শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয় কন্যাশিশুটি। খেলার ফাঁকে অষ্টম শ্রেণিপড়ুয়া দুই শিশু কন্যাশিশুটিকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

কন্যাশিশুটি অভিযুক্তদের হাত কামড়ে চিৎকার করে পালিয়ে এসে পরিবারকে এ ঘটনা জানায়। পরিবারের সদস্যরা পুলিশকে অবগত করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান কন্যাশিশুর পরিবারের সদস্যরা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

কালের কণ্ঠ

মন্তব্য করুন