২৪ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে মেজর আখতারের ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন।
বিএনপির নেতারা দাবি করেন, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় ধানের শীষের প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালাতে গেলে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের লাঠিচার্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন রক্তাক্ত হন। তার নাক ফেটে রক্ত পড়তে থাকে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তবে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনের দাবি, প্রচারণার সময় পুলিশের উপস্থিতি দেখে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেয়। তাদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় ধানের শীষের প্রার্থীর ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে।
পরিবর্তন