২০১৪ সালের ১৮ এপ্রিল উগ্রপন্থী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির  আহমদ শফী প্রকাশ্যে ফতোয়া দিয়ে বলেছে, ‘নাস্তিকরা তোমরা মুরতাদ হয়ে গেছ, তোমাদের কতল (হত্যা) করা আমাদের ওপর ওয়াজিব হয়ে গেছে।’ একই অনুষ্ঠানে শফি আরো হুমকি দিয়ে বলে যে, ‘নাস্তিকদের গালি দিলে কারও গায়ে লাগলে আমার করার কিছু নাই। আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহকে না দেখে আল্লাহর অস্তিত্ব মানতে হবে, না হলে তুমি আল্লাহর দেশে থাকতে পারবে না।’

শফির এই প্রকাশ্যে ফতোয়ার দুই বছরের মধ্যে পনের জনের অধিক নাস্তিক, ব্লগার, মুক্তচিন্তক, শিক্ষক একের পর এক খুন হতে থাকে এবং অনেকে প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়, কিন্তু এই প্রকাশ্য খুনের ফতোয়া ও হুমকিদাতা শফির বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া আজও হয় নি; উল্টো এই এই উগ্রবাদীকে রাষ্ট্রের প্রধান আধ্যাত্মিক মুরুব্বি বানিয়ে পুরস্কৃত করা হয়েছে।

প্রথম আলো

 

 

মন্তব্য করুন