টাঙ্গাইলের গোপালপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৩২) উপজেলার নিয়ামতপুর গ্রামের আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের পর বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়তে যায়। শিশুটিকে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন