ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ। বুধবার ডিইউজে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানোনো হয়।
বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজিসহ গ্রেপ্তার সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয় সভায়।
ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতি এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহসভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্য দিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ।