খাবারের প্রলোভন দেখিয়ে বগুড়ার নন্দীগ্রামে এক স্কুলছাত্রী ধর্ষণ করেছে রাসেল আহম্মেদ (১৭)।  নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৮ জুলাই) এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার (৫ই জুলাই) বিকেলে কামুল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (১৭) প্রতিবেশী স্কুলছাত্রীকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন মেয়েটি চিৎকার করলে রাসেল আহম্মেদ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর বাড়ির লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, ধর্ষক রাসেল আহম্মেদ পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

দৈনিক শিক্ষা

মন্তব্য করুন